আমাদের পরিচিতি
বৃষ্টির প্রথম ছোট্ট ফোঁটাটা যখন পানির বুকে আছড়ে পড়ে তখন সে জায়গাটাকে কেন্দ্র করে ছোট্ট একটা ঢেউ ওঠে। সেই ঢেউটা তার চারপাশে খুব মৃদু আলোড়ন তৈরী করে। যখন এমন হাজারটা বৃষ্টিকণা নেমে আসে আকাশ থেকে, তখন রিমঝিম শব্দের জন্ম হয় পানির কম্পনে। এরপর যখন বর্ষণ চলতেই থাকে তখন জলাধারের পানি প্লাবিত হয়, চারপাশের বাঁধাটা ডিঙ্গিয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই বৃষ্টিকণাদের দলে একটি বিন্দু হিসেবে কবুল করে নেন। আমিন।
আমাদের প্রজেক্টসমূহ
গুণগতমানের দিক থেকে রাসূলুল্লাহ সা. এবং তাঁর সাহাবী রা. দা’ওয়াহই ছিল সর্বশ্রেষ্ঠ। তাই RainDrops এর লক্ষ্য হচ্ছে তাঁদের অনুকরণে যেকোনো কাজের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করা এবং একই সাথে সর্বসাধারণের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা। এই লক্ষ্যে RainDrops এর সকল কাজ অনলাইনে বিনামূল্যে এবং অফলাইনে নামমাত্র মূল্যে প্রচার করা হয়। অফলাইনে বিক্রয়ে প্রাপ্ত সমুদয় অর্থ পরবর্তীতে আমাদেরই অন্যান্য প্রজেক্টের কাজে ব্যয় করা হয়।
মন জুড়ানো রিভিউ
ওয়াল্লাহি, ফেসবুকে সবচেয়ে উপকারী পেজগুলোর মধ্যে রেইনড্রপস অন্যতম। এই পেজের সাথে যুক্ত সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। বিশেষ করে তাদের হেয়ার আফটার সিরিজটা অন্যতম। আল্লাহ তাদের এই কাজগুলো কবুল করে নিন।
5 star এর বেশী থাকলে আরো দিতাম।
আসলে star দিয়ে কি হবে। সবচেয়ে উত্তম তো দোআ। মূল লেকচার গুলো যাদের এবং যারা অনুবাদ করছেন আল্লাহ সবাইকে উত্তম উত্তম উত্তম জাযাকাল্লাহু খায়ের দান করুন।
আপনাদের জন্য হৃদয়ে থাকলো অগিণিত ভালোবাসা এবং দোআ।
আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, যাদের দ্বীনি লাইনে খুব বেশি পড়ালেখা করা হয়নি তাদের জন্য আপনাদের সবগুলো অডিও সিরিজ এবং “সিরাহ ” বইটি দ্বীনি শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে। আল্লাহ সুবহানাহুতায়ালা আপনাদের উত্তম জাযা দান করুন,আপনাদের কাজের বরকত দান করুন,আরো বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন।
আরও চাই। কি চাই ? আগের মতই এমন কিছুই চাই যা চোখ খুলে দেয়, আত্মাকে প্রশান্তি দেয়।
কখনো নিস্তরঙ্গ জলাভূমির প্রশান্ততা, কখনো বজ্রযোগে উচ্ছসিত সমুদ্রের গর্জন, কখনো শুকনো মরুভূমির বুকে মরিচীকার বাস্তবতা উপলব্ধি- এই রকম নানা স্বাদে ভরপুর একটি চমৎকার বই আজ শেষ করলাম- “প্রাচীর”।
রেইনড্রপস ব্লগ
আল্লাহ আযযা ওয়াজাল কুরআনে বলেন: “অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ। যারা বিনয়-নম্র নিজেদের নামাজে।” (২৩:১-২) এবং “তোমরা নামাযসমূহ ও মধ্যবর্তী নামাযের (আসর) ব্যাপারে যত্নবান হও এবং বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দন্ডায়মান হও।” (২:২৩৮) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া [...]
“আর (স্মরণ কর) আইয়ুবের (আ) কথা, যখন সে তাঁর প্রতিপালককে আহ্বান করে বলেছিলেন: আমি দুঃখ-কষ্টে পড়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু”। (সূরা আম্বিয়া ২১:৮৩) কুরআনে বর্ণিত সকল নবীর মাঝে এমন একজন নবী আছেন [...]
তিরমিযীতে আবু হুরায়রাহ (রাঃ) কর্তৃক বর্ণিত একটি সহীহ হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন তখন তিনি জিবরীলকে সেখানে পাঠিয়ে বললেন, “দেখে এসো জান্নাত এবং জান্নাতের আরাম-আয়েশ যা আমি তাঁর অধিবাসীদের জন্য [...]
সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, “তারা তাদের মুখ দিয়ে সেসব কথা বলে যা তাদের হৃদয়ে নেই।” (সূরা আলে ইমরান: ১৬৭) আমাদের পুণ্যবান সালাফগণ বলতেন, “মুখের কথা কান পর্যন্তই পৌঁছে, কিন্তু অন্তরের কথা, অন্তরে গিয়ে [...]
সূরা বাকারার ১৭২ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রুযী হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় কর আল্লাহর, যদি তোমরা একান্তভাবে শুধু তাঁরই বন্দেগী কর।” [...]
সূরা বাক্বারাহর ১৫৮ নং আয়াতে আল্লাহ বলেছেন: “নিঃসন্দেহে ‘সাফা’ এবং ‘মারওয়া’ (পাহাড় দুটো) আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম, অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ্জ কিংবা ওমরা আদায় করার (এরাদা করে), তাঁর জন্যে এই উভয় (পাহাড়ের) [...]