আবু বকর আস-সিদ্দীক্ব

পর্ব ০১ | তিনি ছিলেন সবাইকে ছাড়িয়ে
“যারা মুহাম্মাদের পূজা করত, তারা জেনে রাখুক মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করে, তারা জেনে নিক, আল্লাহ্‌ চিরঞ্জীব, তাঁর কোনো মৃত্যু নেই।” কিছু বাক্য এমন যা কিয়ামত পর্যন্ত মানুষকে নাড়া দেবে। আর কিছু মানুষ এমন যারা চরম মুহূর্তে এগিয়ে এসে আস্থার প্রতীক হয়ে ভাস্বর হয়ে আছেন ইতিহাসের পাতায় আর মুসলিমদের হৃদয়ে। নবীদের পর এই মানুষদের তালিকায় সবার উপরে যিনি থাকবেন তিনি এই উদ্ধৃতিটিসহ মুসলিম জাতির হাজারো অনুপ্রেরণার উৎস, আমাদের প্রথম খলীফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাঁর জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে সাধারণের মাঝে অসাধারণ হয়ে ওঠার গল্প, বিস্তারিত
পর্ব ০২ | আবু বকর রা. এর বংশপরিচয় এবং ইসলাম গ্রহণ
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে (রাদিয়াল্লাহু আনহু) দাওয়াত দিলেন, তখন তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেন এবং ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আরবিতে একটি প্রবাদ আছে, লিকুল্লি হাস্বনিন ক্ববুওয়াহ। অর্থাৎ, সব ঘোড়াই একদিন না একদিন হোঁচট খায়। এর মানে হলো, কোনো ঘোড়া তা যতই চমৎকার হোক না কেন, তার জীবনে এমন একটা দিন থাকবে যে দিন সে ঠিকই হোঁচট খাবে। কিন্তু আবু বকর (রা) ছিলেন এমন একজন সাহাবী যার জীবনে সেরকম কোনো দিন আসেনি।
সব সাহাবী (রা) ইসলাম গ্রহণের আগে সময় নিয়েছেন
বিস্তারিত
পর্ব ০৩ | রাসূলুল্লাহ সা. এর সাথে আবু বকর রা. এর হিজরত
কুরাইশের নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেল। এক পর্যায়ে আবু বকর রা. আবিসিনিয়াতে হিজরতের অনুমতি পেলেন। মক্কা থেকে কয়েক দিনের পথ অতিক্রম করে চলে এলেন। তখন তিনি ‘বারকে গেমাদ’ নামক স্থানে দাঁড়িয়ে। দেখা হল আল-কারা গোত্রের বিশিষ্ট ব্যক্তি ইবনু দুগান্নার সাথে। ব্যবসায়িক সফরের কারণে তারা পূর্ব-পরিচিত।
– কোথায় যাচ্ছেন?
– আমার গোত্রের লোকেরা আমাকে বাসভূমি থেকে বের করে দিয়েছে। তাই আমি আল্লাহর জমিনে সফর করছি, মুক্তভাবে ঘুরে বেড়াবো ও আমার রবের ইবাদত করব।
কথা শুনে ইবনে দুগান্না আশ্চর্য হয়ে গেলেন!
বিস্তারিত
পর্ব ০৪ | রাসূলুল্লাহ সা. এর সাথে সামরিক জীবন
পর্ব ০৫ | রাসূলুল্লাহ সা. এর সাথে মাদানী জীবন
পর্ব ০৬ | রাসূলুল্লাহ সা. এর ওফাতকালে আবু বকরের ভূমিকা
পর্ব ০৭ | খলিফাতু রাসূলুল্লাহ সা. আবু বকর রা.
পর্ব ০৮ | আবু বকর রা. এর খিলাফতের সূচনা
পর্ব ০৯ | রাসূলুল্লাহ সা. এর মীরাস বন্টন
পর্ব ১০ | উসামা রা. এর বাহিনী এবং রিদ্দার যুদ্ধ
পর্ব ১১ | যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে আবু বকর. এর যুদ্ধ
পর্ব ১২ | ভণ্ড নবী মুসাইলামার পতন
পর্ব ১৩ | ইয়ামামার যুদ্ধ
পর্ব ১৪ | পারস্য অভিযানের সূচনা
পর্ব ১৫ | শাম অভিযানের সূচনা
পর্ব ১৬ | ইয়ারমুকের যুদ্ধ
পর্ব ১৭ | বিদায় হে আবু বকর সিদ্দীক্ব